বিভাবিনী
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি বিভাষা রাগ বিশেষ।  

খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল এই রাগকে মালবপঞ্চম গ্রামরাগের অন্তর্গত ভাষারাগ রাগ হিসেবে উল্লেখ করেছিলেন। খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ২৪৪] শার্দুলের উদ্ধৃতিতে এই রাগের বিবরণ যুক্ত করেছিলেন। এই রাগটি নাটকে বহুকামিনী সঙ্গমে কেশরচনাকালে প্রযুক্ত হতো।

বৃহদ্দেশীতে বর্ণিত বিভাবিনী ভাষারাগের পরিচিতি
গ্রামরাগ : মালবপঞ্চম
রাগ প্রকৃতি:
ভাষারাগ, দেশাখ্য (মালবদেশীয়)
জাতি:  সম্পূর্ণ- সম্পূর্ণ

 


তথ্যসূত্র::