দ্রাবিড়ী
ভারতীয় সঙ্গীতশাস্ত্রের একটি
বিভাষা রাগ বিশেষ।
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত
টক্ক-কৈশিক গ্রামরাগের ভাষারাগ বিশেষ। দ্রাবিড় অঞ্চলরে
আঞ্চলিক সুর ছিল। একে শাস্ত্রীয়ভাবে ভাষারাগের অন্তর্ভুক্ত করার সময়- দ্রাবিড়ী
নামকরণ করা হয়েছিল।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত
বৃহদ্দেশী গ্রন্থে [পৃষ্ঠা: ২৩৭] এই রাগের প্রথম উল্লেখ পাওয়া যায়।
এই রাগে ধৈবত ও নিষাদের বহুল প্রয়োগ হয়ে ধাকে। এই রাগে দ্বি শ্রুতিক
গান্ধার এবং নিষাদের মধ্যে স্বরালাপ হয়। এছাড়া ষড়্জ-ধৈবতের
স্বরসঞ্চার ঘটে।
দ্রাবিড়ী রাগের পরিচিতি
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
টক্ক-কৈশিক
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি:
সম্পূর্ণ - সম্পূর্ণ
অংশ স্বর: গান্ধার
ন্যাস স্বর:
ধৈবত
কল্পিনাথের মতে এটি বিভাষা ছিল।
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
টক্ক-কৈশিক
রাগ প্রকৃতি:
বিভাষারাগ
জাতি:
সম্পূর্ণ - সম্পূর্ণ
অংশস্বর:
মধ্যম
ন্যাস স্বর:
মধ্যম
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২।
- সঙ্গীতরত্নাকর। শার্ঙ্গদেব। সুরেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
অনূদিত। রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়। ২২ শ্রাবণ ১৪০৮।