কৌসলী
প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রে বর্ণিত ভাষারাগ বিশেষ।  

খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল এই রাগকে ভিন্নষড়্‌জ গ্রামরাগের ভাষারাগ হিসেবে উল্লেখ করেছিলেন। নাটকের প্রতিহারগণের প্রবেশের সময় গীত হতো । খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২৪৭-২৪৮ শার্দুলের উদ্ধৃতিতে এই রাগের পরিচয় দেওয়া হয়েছে।
গ্রামরাগ: ভিন্নষড়্‌জ
রাগ প্রকৃতি: ভাষারাগ
জাতি: ষাড়ব - ষাড়ব [ঋষভ বর্জিত]
অংশস্বর: নিষাদ
ন্যাস স্বর: ধৈবত 

বৃহদ্দেশীতে বর্ণিত আক্ষিপ্তিকা  নিচে তুলে ধরা হলো।

 


তথ্যসূত্র: