মাহুরী
দক্ষিণ ভারতীয় ধীরশঙ্করভরণ মেলের অন্তর্গত একটি রাগ।

উল্লেখ্য এই রাগে অন্তর গান্ধার ও কাকলী নিষাদ, চতুশ্রতি ধৈবত কাকলী গান্ধার ব্যবহৃত হয়।
এই রাগটির খুব বেশী প্রচলন নেই।
আরোহণ: স, র, গ, র, ম, প, ন, র্সা
অবরোহণ:  র্স ন ধ প ম গ র স
মেল: ধীরশঙ্করভরণ
জাতি: ষাড়ব(ধৈবত বর্জিত)-সম্পূর্ণ

তথ্যসূত্র: