ধীরশঙ্করভরণ মেল
দক্ষিণ ভারতীয় সঙ্গীতপদ্ধতিতে ২৯ সংখ্যক মেল। এই মেলের সাথে উত্তর ভারতীয় বিলাবল ঠাটের সাথে মেলের মিল রয়েছে। বেঙ্কটমখীর তালিকায় এর নাম-শঙ্করভরণ

এই মেলকে শুদ্ধ স্বরের মেল বলা হয়। এতে ব্যবহৃত স্বর-  
স্বরনাম আন্তর্জাতিক সঙ্কেত দক্ষিণ ভারতীয় স্বরসঙ্কেত উতত্তর ভারতীয় স্বরসঙ্কেত
ষড়্‌জ S
 চতুঃশ্রুতি-ঋষভ  R₂

রি
অন্তর-গান্ধার G₃ গু
শুদ্ধ মধ্যম M₁
পঞ্চম P
চতুঃশ্রুতি-ধৈবত D₂ ধি
কাকলি-নিষাদ N₃ নু

এই মেলের অধীনস্থ রাগ তালিকা
১. ধ্রুবাঙ্কী
২. কুরুঞ্জী
৩. কেদার
৪. আহিরীনাট
৫. মাহুরী
৬. অঠান


তথ্যসূত্র:
  • রাগ বিজ্ঞান অভিধান। নিত্যানন্দ কর্মকার। প্রগ্রেসিভ পাবলিশার্স। ফেব্রুয়ারি ২০০৭