ভাষারাগ: টক্ক
রাগ প্রকৃতি: বিভাষা রাগ, দেশাখ্য
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
বৃহদ্দেশীতে এই বিভাষা রাগের যে আলাপ দেওয়া হয়েছে, তা হলো-
বৃহদ্দেশীতে যাষ্টিকের উদ্ধৃতিতে এই রাগের উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য
আনুমানিক ৫০০ খ্রিষ্টাব্দের ভিতরে যাষ্টিক সঙ্গীত বিষয়ক তথ্য উপস্থাপন
করেছিলেন। এই রাগ মালব দেশের প্রচলিত ছিল। যাষ্টিকের সময়- এই
রাগকে মূল ধারার শাস্ত্রীয় সঙ্গীতের অধীনে আনা হয়েছিল মালবকৈশিক
গ্রামরাগের একটি ভাষা রাগ হিসেবে।
দেশীয় রাগ হিসেবে- বলে এই রাগকে বলে- দেশাখ্য রাগ হিসেবে গণ্য করা হয়েছিল।
এছাড়া বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ১৯৩] যাষ্টিকের উদ্ধৃতিতে
ভিন্নষড়্জ গ্রাম রাগের
ভাষারাগ হিসেবে উল্লেখ আছে। কিন্তু
পৌরলী রাগের রাগ-বিবরণী
অংশে [পৃষ্ঠা: ২২৭] একে বলা হয়েছে-
ভিন্নষড়্জ -এর
এর
বিভাষা রাগগ।
মালবকৈশিক
গ্রামরাগের পৌরালী রাগের পরিচিতি
এই রাগে ষড়্জ
ও মধ্যমের বহুল প্রয়োগ হয়ে থাকে।
গ্রাম: মধ্যমগ্রামপৌরালী রাগের আক্ষিপ্তিকা
গ্রামরাগ: মালবকৈশিক
রাগ প্রকৃতি: প্রকৃতি ভাষা (গীত)
আরোহণ : স, র, গ, ম, ধ, কাকলী নিষাদ, র্সা
আরোহণ: র্সা, কাকলী নিষাদ, ধ, ম, গ, র, স
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ [কাকলী নিষাদ ব্যবহৃত হয়]
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ষড়্জ
ভিন্নষড়্জ
গ্রামরাগের পৌরালী রাগের পরিচিতি
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২২৭]
পৌরলী রাগের রাগ-বিবরণী অংশে বল
হয়েছে- এতে ঋষভের প্রয়োগ দুর্বল। তারোরেও মধ্যম, ঋষভ এবং পঞ্চমের স্বরসঙ্গতি হয়।
মধুর গমকযুক্ত। এই রাগ নাগলোকের প্রিয়।
গ্রাম: ষড়্জ গ্রাম
গ্রামরাগ: ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি: বিভাষা রাগ
জাতি: সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর: মধ্যম
ন্যাস স্বর: ধৈবত
বৃহদ্দেশী থেকে রাগটির আক্ষিপ্তিকা দেওয়া হলো-

খ্রিষ্টীয় দ্বাদশ-ত্রয়োদশ শতাব্দীতে রচিত সঙ্গীত নারদের রচিত সঙ্গীতমকরন্দঃ গ্রন্থে একে রাগিণী হিসেবে উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থে পৌরালী-কে ভৈরব রাগের স্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে।