সাধারিতা
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে
সৌবীর
গ্রামরাগের
অন্তর্গত একটি
ভাষা রাগ।
খ্রিষ্টীয় ষষ্ঠ শতাব্দীতে মতঙ্গের রচিত বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২৩২] এই রাগ
সম্পর্কে বলা হয়েছে-
লক্ষণ সম্পর্কে বিস্তারিত বলা হয় নি। কল্পনাথের মতে- এই রাগের
ঋষভ-মধ্যম ও ষড়্জ-মধ্যম এর স্বরসঙ্গতিতে গমকের সৃষ্টি হয়। রাগটি সম্পূর্ণ
জাতীয়।
কল্পনাথের বিবরণ অনুযায়ী এই রাগের সাধারণ ছক হলো-
গ্রাম:
ষড়্জ গ্রাম
গ্রামরাগ:
সৌবীর
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি:
সম্পূর্ণ-সম্পূর্ণ
অংশস্বর:
ষড়্জ
ন্যাস স্বর: মধ্যম
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২। অধ্যায়: রাগ।