ষড়্জভাষা
প্রাচীন ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ বিশেষ।
খ্রিষ্টীয় দ্বিতীয়-তৃতীয় শতাব্দীতে ভরতের পুত্র ও শিষ্য শার্দুল এই রাগকে
ভিন্নষড়্জ গ্রামরাগের মূল ভাষারাগ
হিসেবে উল্লেখ করেছিলেন। এই ভাষারাগ আরাধনায় গীত হতো।
বৃহদ্দেশীতে [পৃষ্ঠা: ২৪৬-২৪৭] বর্ণিত শার্দুল মতে
ষড়্জভাষা রাগের পরিচিতি
গ্রামরাগ:
ভিন্নষড়্জ
রাগ প্রকৃতি:
ভাষারাগ
জাতি:
ষাড়ব - ষাড়ব [ঋষভ
দুর্বল বা বর্জিত]
অংশস্বর:
ধৈবত
ন্যাস স্বর: ষড়্জ
বৃহদ্দেশীতে বর্ণিত আক্ষিপ্তিকা নিচে তুলে ধরা
হলো।
তথ্যসূত্র:
- বৃহদ্দেশী। মতঙ্গ। সম্পাদনা রাজ্যেশ্বর মিত্র। সংস্কৃত পুস্তক ভাণ্ডার।
১৯৯২। অধ্যায়: রাগ।