প্লুটো
বানান বিশ্লেষণ : প্+ল্+উ+ট্+ও।
উচ্চারণ:
plu.to (প্লু.টো)

শব্দ-উৎস: গ্রিক Πλούτων, Ploutōn>ল্যাটিন Pluto (মৃত্যু ও পাতালের দেবতা)>ইংরেজি Pluto>বাংলা প্লুটো
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা  { | রোমান দৈবসত্তা | দৈবসত্তা | আধ্যাত্মিক সত্তা | বিশ্বাস | ্রজ্ঞা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

রোমান পৌরাণিকি কাহিনি মতে, পাতালপুরী ও মৃত্যুর দেবতা। এর সমতুল্য গ্রিক দেবতা হেডিজ । এর অপর দুই ভাইয়ের নাম জুপিটর ও নেপচুন। এর পিতার নাম স্যাটার্ন। জুপিটারের নেতৃত্বে তাঁর সকল ভাই পিতার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। এই যুদ্ধে স্যাটার্ন পরাজিত হলে, জুপিটর স্বর্গের রাজা হন। এই সময় পাতালপুরী ও মৃত্যুর দেবতা হিসেবে প্লুটো অধিষ্ঠিত হন। তিনি প্রোসের্পিনা (গ্রিক নাম পার্সিফোনি)-কে অপহরণ করে বিবাহ করেছিলেন। এর কাহিনি হেডিজ-এর অনুরূপ, তাই এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হলো না।
 
এই দেবতার নামানুসারে সৌরজগতের একটি বামনগ্রহের নাম রাখা হয়েছে প্লুটো।
        দেখুন : প্লুটো [বামনগ্রহ]