অংশ
[অভিধান অংশ]
হিন্দু পৌরাণিক সত্তা।

১. সনাতন হিন্দু ধর্মমতে, কোনো কোনো মানুষ দেবতার অংশ হিসেবে মানুষরূপে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। এদের পিতা ছিলেন দেবতা আর মা ছিলেন মানবী। যেমন- অর্জুন দেবরাজ ইন্দ্র -এর অংশে জন্মেছিলেন।

২. ঋগ্বেদ এর মতে - আদিত্যদের একজন। ৩. কৃষ্ণ ও অর্জুন খাণ্ডবন দহন করার উদ্যোগ নিলে, ইন্দ্র তাঁদের বাধা দেন। উভয় পক্ষের যুদ্ধের সময়, ইন্দ্রের সহায়তার জন্য অংশ এসেছিলেন। তাঁর প্রিয় অস্ত্র ছিল 'শক্তি'। [মহাভারত] ৪. দেব সেনাপতি কার্তিকের অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠানের অন্যান্য আদিত্যদের সাথে অংশ এসেছিলেন। তিনি কার্তিকেয়কে পরিঘ, বট, ভীম, দহতি এবং দহন নামক পাঁচজন অনুচর দান করেন। ৫. স্বারোচিষ মন্বন্তরে দেবতারা নানা গণে বিভক্ত ছিল। সে সময়ে তুষিত গণের দেবতা ছিলেন আংশু।