অংশ
[অভিধান
অংশ]
হিন্দু পৌরাণিক সত্তা।
১.
সনাতন হিন্দু ধর্মমতে, কোনো কোনো মানুষ দেবতার অংশ হিসেবে
মানুষরূপে জন্মগ্রহণ গ্রহণ করেছিলেন। এদের পিতা ছিলেন দেবতা আর মা ছিলেন মানবী।
যেমন-
অর্জুন
দেবরাজ
ইন্দ্র
-এর অংশে জন্মেছিলেন।
২.
ঋগ্বেদ
এর মতে -
আদিত্যদের
একজন।
- ঋগ্বেদের
২য় মণ্ডলের ২৭ সূক্তে ছয়জন
আদিত্য-এর
নাম পাওয়া যায়। এঁরা হলেন
মিত্র,
অর্যমা,
ভগ,
বরুণ,
দক্ষ এবং অংশ।
[সূত্র: ঋগ্বেদ-সংহিতা। প্রথম খণ্ড। হরফ, ১৮ ফেব্রুয়ারি, ২০০০]
- হরিবংশ মতে- বিবস্বান সূর্যের মুখ থেকে
বিচ্যুত হয়ে দ্বাদশ আদিত্যের সৃষ্টি হয়েছিল। অংশ ছিলেন সেই দ্বাদশ আদিত্যের
একজন। [হরিবংশ: ১.৯.৪৬-৪৭]
- বিষ্ণুপুরাণ ও অগ্নি পুরাণের মতে- সৃষ্টির আদিতে জয়
নামক দ্বাদশ দেবতা ছিলেন। এঁরা ব্রহ্মার অভিশাপে, প্রতি মন্বন্তরে দ্বাদশ দেবতা
রূপে জন্মগ্রহণ করেন। বৈবস্বত মনুর সময়- কশ্যপের ঔরসে অদিতির গর্ভে দ্বাদশ
আদিত্যের জন্ম হয়। অংশ তাঁদের একজন ছিলেন। [বিষ্ণুপুরাণ: ১.১৫.১২৭-১৩৩, বায়ু
পুরাণ: ৬৬.৬৬]
- দক্ষের ঔরসে
অদিতির গর্ভে ১২টি পুত্র জন্মে। এঁরা আদিত্য নামে অভিহিত হয়েছে। এই পুত্ররা হলেন-
অংশ,
অর্যমা ,
ত্বষ্টা ,
ধাতা,
পূষা
,
বিধাতা,
বিবস্বান ,
ভগ,
বিষ্ণু,
শত্রু,
সবিতা
[তৃতীয় অধ্যায়। ব্রহ্মপুরাণ]
৩. কৃষ্ণ ও অর্জুন খাণ্ডবন দহন করার উদ্যোগ নিলে, ইন্দ্র
তাঁদের বাধা দেন। উভয় পক্ষের যুদ্ধের সময়, ইন্দ্রের সহায়তার জন্য অংশ এসেছিলেন।
তাঁর প্রিয় অস্ত্র ছিল 'শক্তি'। [মহাভারত] ৪. দেব সেনাপতি কার্তিকের অভিষেক অনুষ্ঠানে অনুষ্ঠানের
অন্যান্য আদিত্যদের সাথে অংশ এসেছিলেন। তিনি কার্তিকেয়কে পরিঘ, বট, ভীম, দহতি এবং
দহন নামক পাঁচজন অনুচর দান করেন। ৫. স্বারোচিষ মন্বন্তরে দেবতারা নানা গণে বিভক্ত ছিল। সে সময়ে
তুষিত গণের দেবতা ছিলেন আংশু।