হিরণ্যগর্ভ
পদ: বিশেষ্য

ঊর্ধ্বক্রমবাচকতা দেবতা | হিন্দু পৌরাণিক সত্তা | ভারতীয় পৌরাণিক সত্তা | পৌরাণিক সত্তা | কাল্পনিক সত্তা | কল্পনা | সৃজনশীলতা | কর্মক্ষমতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন  | বিমূর্ত-সত্ত | সত্তা |}

 

হিন্দু পৌরাণিক কাহিনি মতে- সৃষ্টির আদিম পুরুষই হলেন হিরণ্যগর্ভ সুবর্ণময় অণ্ড হতে ব্রহ্মার জন্ম হয়েছিল বলে ব্রহ্মাকে হিরণ্যগর্ভ বলা হয় উল্লেখ্য সৃষ্টির প্রারম্ভে আদি পুরুষ প্রথমে জল সৃষ্টি করলেন তারপর সেই জলে তিনি তাঁর বীর্য নিক্ষেপ করলেন সেই বীর্য এক হিরণ্যবর্ণ অণ্ডে পরিণত হলো পরে অণ্ড থেকে ব্রহ্মা উত্পন্ন হন এই কারণে তিনি হিরণ্যগর্ভ নামে খ্যাত