সোমদত্ত
ঊর্ধ্বক্রমবাচকতা { পৌরাণিক সত্তা | কাল্পনিকসত্তা | কল্পনা | সৃজনশীলতা | দক্ষতা | জ্ঞান | মনস্তাত্ত্বিক বিষয় | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}

হিন্দু পৌরাণিক কাহিনি
মতে কুরুবংশীয় বহলীকরাজের পুত্র দেবকীকে তাঁর স্বয়ংবরা-সভা থেকে শিনি অপহরণের চেষ্টা করলে, সোমদত্ত তাঁকে বাধা দেন পরে শিনি তাঁকে পরাজিত করে পদাঘাত করেন এই অপমানের প্রতিশোধের জন্য সোমদত্ত মহাদেবের  আরাধনা শুরু করেন সোমদত্তের প্রতি সন্তুষ্ট হয়ে মহাদেব বর দেন যে, তাঁর ঔরসেজাত পুত্র, শিনি সত্যাকিকে যুদ্ধে পরাজিত করে সর্ব-সমক্ষে পদাঘাত করবে পরে মহাদেবের বরে ভূরিশ্রবার জন্ম হয়