অবাঞ্ছিতা
বানান বিশ্লেষণ: অ+ব্+আ+ঞ্+ছ্+ই+ত্+আ
উচ্চারণ:
ɔ.ban.cʱi.t̪a
[অ.বান্.ছি.তা]
শব্দ-উৎস:
সংস্কৃত অবাঞ্ছিতা>
বাংলা
অবাঞ্ছিতা
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অ (নয়)
বাঞ্ছিত
/ নঞ্ তৎপুরুষ সমাস
+আ
(টাপ্)
পদ:
বিশেষণ
অর্থ: যা অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত
[স্ত্রীলিঙ্গার্থে]
সমার্থক শব্দাবলি: অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত, অকাম্য
বিপরীতার্থক শব্দ:
সূত্র:
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ।
শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।