অংশকূট
বানান বিশ্লেষণ :অ+ং+শ্+অ+ক্+ঊ+ট্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃo.kuʈ (অঙ্‌.শো.কুট্)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশকূট> বাংলা অংশকূট।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: : অংশের কূট/ ষষ্ঠী তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {। দেহাংশ খণ্ডাংশ | স্বতন্ত্র সত্তা | দৈহিক সত্তা | সত্তা|}
অর্থ: ষাঁড়ের কাঁধের উপর অবস্থিত উন্নত মাংসপিণ্ড।
সমার্থক শব্দাবলি: অংশকূট, অংসকূট, ককুদ, ষাঁড়ের ঝুটি।
ইংরেজি:
acromion hump on the shoulder of a bull.


সূত্র :