চী
বানান বিশ্লেষণ: চ্+ঈ+অ
উচ্চারণ: [চি-অ] [ci-ɔ]
শব্দ-উৎস: সংস্কৃত চিত্ত>প্রাকৃত চীঅ>বাংলা চীঅ
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {| জ্ঞান | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত-সত্ত | সত্তা |}
অর্থ: যেখানে ধৃত জ্ঞানের দ্বারা বোধ ও চিন্তার উৎপত্তি হয় এবং অনুভব সাপেক্ষে জীবসত্তাকে চালিত করে।
সমার্থক শব্দাবলি:

ইংরেজি: mind, head, brain, psyche, nous

শব্দ বিবর্তন:

রূপান্তরিত শব্দ: চীঅ>চীএ


সূত্র: