চীঅ
বানান বিশ্লেষণ:
চ্+ঈ+অ
উচ্চারণ:
[চি-অ]
[ci-ɔ]
শব্দ-উৎস:
সংস্কৃত
চিত্ত>প্রাকৃত
চীঅ>বাংলা
চীঅ।
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{|
জ্ঞান |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত-সত্তা
|
সত্তা
|}
অর্থ:
যেখানে ধৃত জ্ঞানের দ্বারা বোধ ও
চিন্তার উৎপত্তি হয় এবং অনুভব
সাপেক্ষে জীবসত্তাকে চালিত করে।
সমার্থক শব্দাবলি:
ইংরেজি: mind,
head, brain, psyche, nous
শব্দ বিবর্তন:
-
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
-
চীঅ থির করি ধরহু রে নাহী/সরহপাদানাম।
চর্যাগীতিকা-৩৮।
রূপান্তরিত
শব্দ: চীঅ>চীএ
-
সর্বপ্রাচীন নমুনা ৬৫০-১২০০ খ্রিষ্টাব্দ।
- চর্যাগীতিকোষ। নীলরতন সেন।
সাহিত্যলোক। কলকাতা। জানুয়ারি ২০০১। পৃষ্ঠা: ২, ১০০, ১৪৭
-
চর্যাগীতি পরিক্রমা। ড. নির্মল দাশ। দে'জ সংস্করণ। জানুয়ারি ২০০৫।
পৃষ্ঠা: ১১৩, ২০১।
- চর্যাগীতি প্রসঙ্গ। সৈয়দ আলী
আহসান। মৌলি প্রকাশনী। জুন ২০০৩। পৃষ্ঠা: ১৪৮, ১৮৫।
-
চর্যাগীতি পাঠ। ড. মাহবুবুল হক। পাঞ্জেরী পাবলিকেশান লি.। ঢাকা। জুলাই
২০০৯। পৃষ্ঠা: ১৫-১৬, ১৩৯।
-
চর্যাগীতিকা। সম্পাদনায় মুহম্মদ আবদুল হাই ও আনোয়ার পাশা। স্টুডেন্ট ওয়েজ।
অগ্রহায়ণ ১৪০২। পৃষ্ঠা: ৬৩,
১৫৫।
- হাজার বছরের পুরাণ বাঙ্গালা
বৌদ্ধ গান ও দোঁহা । হরপ্রসাদ শাস্ত্রী, বঙ্গীয়
সাহিত্য পরিষদ, কলকাতা, ১৩২৩। পৃষ্ঠা: ১, ৫৮।
- wordnet 2.1