জানস্বর
বানান বিশ্লেষণ: জ্+আ+ন্+অ-স্+ব্+অ+র্+অ
উচ্চারণ: ɟan.ʃɔr
(জান্.শর্)
শব্দ-উৎস:
ফার্সি জান+
সংস্কৃত স্বর>
বাংলা জানস্বর
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: জান (প্রাণ স্বরূপ প্রধান) যে স্বর/
সাধারণ কর্মধারয় সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{ স্বর |
সাঙ্গীতিক স্কেল |
সঙ্গীতোপযোগী ধ্বনি|
শ্রবণ যোগাযোগ |
যোগাযোগ |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা|}
অর্থ:
প্রাচীন ভারতীয় সঙ্গীতে ব্যবহৃত যে স্বর অংশ (প্রধান, মুখ্য)।
সমার্থক শব্দাবলি:
অংশস্বর, জানস্বর,
বাদীস্বর।
ব্যাখ্যা: প্রাচীন ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে অংশস্বরকে
রাগের
অধিকর্তা হিসেবে বিবেচনা করা হতো। এই স্বরের অধীনে থেকে অন্যান্য সকল স্বর দিয়ে
রাগের রূপ প্রকাশ করা হতো। এই কারণে এই স্বরের ব্যবহার বেশি ছিল। এই স্বরটি
আধুনিক রাগশাস্ত্রে
বাদীস্বর
বলা হয়