খোরাসান
বানান বিশ্লেষণ: খ্+ও+র্+আ+স্+আ+ন্+অ
উচ্চারণ:
kʰo.ra.san (খো.রা.সান)
শব্দ-উৎস: ফার্সি خراسان, (খোরাসান)> হংস>বাংলা খোরাসান
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: প্রাচীন খোর (সূর্য, আলো)+আসান (দেশ, অঞ্চল)। সূর্যদয়ের দেশ। ইরানের
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা | {
দেশ প্রশাসনিক অঞ্চল | আঞ্চলিক স্বশাসিত এলাকা | অঞ্চল| অবস্থান | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা |}
পদ : বিশেষ্য
অর্থ: এশিয়ার একটি প্রাচীন এবং ঐতিহাসিক প্রশাসনিক অঞ্চল। প্রাচীন ফার্সি ভাষায় এই অঞ্চলকে বলা হতো সূর্যোদয়ের দেশ। সূর্য পূর্ব দিকে উদয় হয়, সেই অর্থে ইরানের পূর্বদিকে অবস্থিত বিস্তীর্ণ অঞ্চলটি খোরাসান নামে অভিহিত করা হতো। প্রকৃতপক্ষে মধ্যযুগে এই অঞ্চলের অবস্থান ছিল- বর্তমান ইরানের উত্তরপূর্ব অঞ্চল। এই অঞ্চলের ভিতরে ছিল প্রায় সমগ্র আফগানিস্তান, দক্ষিণ তুর্কমেনিস্তান, তাজিকিস্তান ও উজবেকিস্তানের এক বিস্তীর্ণ অঞ্চল।
সমনাম: খুরাসন, বৃহৎ খোরাসান