সৎ
বানান বিশ্লেষণ: স্+অ+ত্
উচ্চারণ:
 ʃot̪ (শত্)
শব্দ-উৎস: সংস্কৃত সৎ> বাংলা সৎ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অস্ + অৎ (শতৃ) (হওয়া)
পদ: বিশেষণ
অর্থ: যা যথার্থ, এমন বৈশিষ্ট্য নিয়ে প্রকাশিত সত্তাগুণ। এই বিচারে যা মিথ্যা নয় এমন সত্তাগুণ।
সমার্থক শব্দাবলি: সত্তাযুক্ত, যথাযথ বৈশিষ্ট্যযুক্ত

সূত্র: