শ্রান্ত
বানান বিশ্লেষণ: শ্+র্+আ+ন্+ত্+অ
উচ্চারণ: sran.t̪o
[শ্রান্.তো]
শব্দ-উৎস:
সংস্কৃত শ্রান্ত >
বাংলা
শ্রান্ত
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: √
শ্রম্
(ক্লান্তি) +
ত (ক্ত),
কর্তৃবাচ্য
পদ:
বিশেষণ
- অর্থ: শ্রমের জন্য ক্লান্ত।
পরিশ্রমের জন্য ক্লান্ত
সমার্থক শব্দাবলী: অবসন্ন, ক্লান্ত,
শ্রান্ত
বিপরীতার্থক শব্দাবলী:
অশ্রান্ত
- অর্থ: শ্রমের জন্য কর্ম মন্দীভূত দশা
সমার্থক শব্দাবলী:
মন্থর, শ্রান্ত (শ্রান্তগতি)
সূত্র :
- বঙ্গীয় শব্দকোষ (প্রথম ও দ্বিতীয় খণ্ড)। হরিচরণ বন্দ্যোপাধ্যায়। সাহিত্য
অকাদেমী। ২০০১।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।
- বাঙ্গালা ভাষার অভিধান (প্রধম ও দ্বিতীয় খণ্ড)। জ্ঞানেন্দ্রমোহন
দাস। সাহিত্য সংসদ। নভেম্বর ২০০০।
- শব্দবোধ অভিধান। আশুতোষ দেব। দেব সাহিত্য কুটির। মার্চ ২০০০।
- সংসদ বাংলা অভিধান। সাহিত্য সংসদ। শৈলেন্দ্র বিশ্বাস। মার্চ ২০০২।
- সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।