যন্ত্র
বানান বিশ্লেষণ:
য্+অ+ন্+ত্+র্+অ
উচ্চারণ:
ɟɔn.t̪ro
(জন্.ত্রো )।
শব্দ-উৎস:
সংস্কৃত
যন্ত্র >
বাংলা
যন্ত্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ
√
যন্ত্র্
+ (নিয়ন্ত্রণ করা)
অ (অচ্)
,
ভাববাচ্য
পদ :
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{
যন্ত্র
|
ডিভাইস
|
যন্ত্রীকরণ
|
মনুষ্য-সৃষ্টি
|
এককঅংশ
|
দৈহিক-লক্ষ্যবস্তু
|
দৈহিক সত্তা
|
সত্তা
| }
অর্থ:
যথাযথ ব্যবহারের উদ্দেশ্যে উন্নয়নকৃত ডিভাইস বা সমন্বিত ডিভাইসসমূহ, যা একক ভাবে কাজ করে।
সমার্থক শব্দাবলি:
কল, মেশিন, যন্ত্র
যুক্তশব্দ: পরপদ
যুক্তশব্দ:
পর
পদ:
পাকযন্ত্র
সূত্র:
সরল বাঙ্গালা অভিধান
। সুবলচন্দ্র মিত্র।
wordnet 2.1