যন্ত্র
বানান বিশ্লেষণ: য্+অ+ন্+ত্+র্+অ
উচ্চারণ:
ɟɔn.t̪ro (জন্.ত্রো )।
শব্দ-উৎস: সংস্কৃত যন্ত্র > বাংলা যন্ত্র
রূপতাত্ত্বিক বিশ্লেষণ যন্ত্র্ + (নিয়ন্ত্রণ করা) অ (অচ্), ভাববাচ্য
পদ : বিশেষ্য

সূত্র:

  • সরল বাঙ্গালা অভিধান। সুবলচন্দ্র মিত্র।
  • wordnet 2.1