গণবাণী
বাংলা ভাষায় প্রকাশিত পত্রিকা।

১৯২৬ খ্রিষ্টাব্দের ১২ই আগষ্ট (বৃহস্পতিবার, ২৭ শ্রাবণ ১৩৩৩) পত্রিকাটির প্রথম সংখ্যা প্রকাশিত হয়েছিল। এর সম্পাদক ছিলেন কমরেড মুজাফ্ফর আহমদ বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র হিসেবে
১৩৩২ বঙ্গাব্দের ১লা পৌষ (বুধবার, ১৬ ডিসেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দে), প্রথম প্রকাশিত হয়েছিল ' লাঙল। এই পত্রিকার সম্পাদক ছিলেন কাজী নজরুল ইসলাম। এই পত্রিকাটি ১৩৩৩ বঙ্গাব্দের ২রা বৈশাখ (বৃহস্পতিবার ১৫ এপ্রিল ১৯২৬ খ্রিষ্টাব্দ) লাঙলের  পঞ্চদশ সংখ্যা প্রকাশিত হওয়ার পর এর প্রকাশনা চিরতরে বন্ধ হয়ে যায় এরপর বঙ্গীয় কৃষক ও শ্রমিক দলের মুখপত্র হিসেবে প্রকাশিত হয়েছিল গণবাণী। এ প্রসঙ্গে গণবাণীতে ঘোষণা দেওয়া হয়েছিল-

'বঙ্গীয় কৃষক ও শ্রমিক দল গণবাণীর প্রকাশভার গ্রহণ করিয়াছেন। এই দলের পূর্ব-প্রকাশিত লাঙল গণবাণীর সহিত একীভূত হয়ে গেছে।'

পত্রিকাটির শেষ সংখ্যা প্রকাশের তারিখ জানা যায় নি।


সূত্র :