প্রাগৈতিহাসিক ভাষা
প্রাগ্-ভাষা পরিবার : প্রাগ্ অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা পরিবার : অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
ভাষা উপ-পরিবার :   মোন্-খ্‌মের

মোন-খ্‌মের
ইংরেজি :
Mon-Khmer

অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার
-এর একটি অন্যতম ভাষা উপ-পরিবার। অবশ্য থেকে উদ্ভব হয়েছে অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার। অবশ্য ২০০৯ এবং ২০১১ খ্রিষ্টাব্দে Sidwell এবং Blench  -এর প্রস্তাবে অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবারকেই মোন্-খ্‌মের নামে অভিহত করা হয়েছে।  অস্ট্রো-এশিয়াটিক ভাষা পরিবার-এর ভাষা উপ-পরিবারে মোট ১৪৮টি ভাষা আছে।

এই ভাষার লোকেরা বাস করে দক্ষিণ-পূর্ব এশিয়ার চীন, কম্বোডিয়া, লাওস, ভিয়েৎনাম, থাইল্যান্ড, মালোয়েশিয়া, মায়ানমার, ভারতর নিকোবর দ্বীপপুঞ্জ, বাংলাদেশ, পূর্ব-ভারতে।


সূত্র :
http://en.wikipedia.org/wiki/Austroasiatic_languages
http://www.ethnologue.com/subgroups/austro-asiatic