সেনাঙ্গ
সেনাবাহিনীর এমন দল যা এককভাবে একটি পরিচয় বহন করে।
 
ঊর্ধ্বক্রমবাচকতা { সেনাঙ্গ |  সেনা একক | সাংগঠনিক একক | সামাজিক সংগঠন  | সামাজিক দল | দল | বিমূর্তন | বিমূর্ত-সত্ত  | সত্তা |}
ইংরেজি: army unit

ব্যাখ্যা: সামারিক বাহিনী নানা ধরনের সেনা একক বা দল দ্বারা তৈরি হয়। এই এক একটি একক সেনাবাহিনীর অঙ্গ হিসেবে নিজস্ব পরিচয় বহন করে। এই বিচারে প্রতিটি অঙ্গের পরিচয় হয় সেনাঙ্গ হিসেবে। যেমন- সেনাগ্রমুখ, সেনা চিকিৎসাদল, সেনা প্রকৌশলদল ইত্যাদি।