অর্থহীন বার্তা
যে কথা বা শব্দ প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে না।
ঊর্ধ্বক্রমবাচকতা
{অর্থহীন বার্তা |
বার্তা ।
|
যোগাযোগ
|
মনুষ্য কার্যকলাপ |
কার্যক্রম |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
ইংরেজি: nonsense,
bunk, nonsensicality, meaninglessness, hokum
ব্যাখ্যা:
অর্থহীন কথা বলতে সাধারণভাবে মনে করা হয়- যে শব্দের কোনো অর্থ নেই। যেমন হিংটিংছট।
আবার এমন কিছু অর্থহীন শব্দ আছে, যেগুলোর শাব্দিক অর্থ নেই কিন্তু বিশেষ কোনো
অর্থকে নির্দেশ করে। যেমন- অংবং করা।
gibberish,
gibbe ): যে কথা শুনে মনে হয়
কিছু অর্থ প্রকাশ করে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো অর্থ বহন করে না।