ধ্বনি-সংরক্ষক ডিভাইস
শুধু শব্দ ধারণ সংরক্ষণ করা যায় এমন ডিভাইস।
ঊর্ধ্বক্রমবাচকতা {ধ্বনি-সংরক্ষক ডিভাইস | দৃশ্য-শ্রাব্য সংরক্ষক ডিভাইস | সংরক্ষক ডিভাইস | ডিভাইস | যন্ত্রীকরণ | মনুষ্য-সৃষ্টি | এককঅংশ | দৈহিক-লক্ষ্যবস্তু | দৈহিক সত্তা | সত্তা | }
ইংরেজি:
sound recording, audio recording
ব্যাখ্যা: শব্দ ধারণ করার জন্য নানা ধরনের ডিভাইস ব্যবহার করা হয়। যেমন- ফোনোগ্রাফ রেকর্ড, রেকর্ড
 সিডি, ডিভিডি, চৌম্বকীয় ফিতা ইত্যাদি।