অতিপ্রাকৃতিক সত্তা
মনোজগতের বিশ্বাসের একটি অংশ, যা অশরীরী বা অতিপ্রাকৃতিক সত্ত্বা আছে, এই ধারণার জন্ম দেয়।
ঊর্ধ্বক্রমবাচকতা {অতিপ্রাকৃতিক সত্তা | অতিপ্রাকৃতিক বিশ্বাস | বিশ্বাস | প্রজ্ঞা | জ্ঞান | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }
ইংরেজি:
spiritual being, supernatural being
ব্যাখ্যা: প্রকৃষ্টরূপে কোনো বিষয় সম্পর্কে জানাটা হলো প্রজ্ঞা। প্রজ্ঞা মানুষের ভাবনাকে একটি সত্যাশ্রয়ী করে তোলে এবং এরই সূত্রে জন্ম নেয় বিশ্বাস। মানুষ যখন কোনো বিষয় সম্পর্কে দৃঢ়তার সাথে বলে, তখন সে তার বিশ্বাস থেকেই বলে। এই বিশ্বাস থেকে সৃষ্টি হয় অতিপ্রাকৃতিক সত্তার প্রতি বিশ্বাস।