প্রোক্সিমা সেন্টাউরি
ইংরেজি:
proxima-centauri
 

সেন্টারাস (Centaurus) নক্ষত্রমণ্ডলের একটি প্রদীপ্ত তারা (Flare star) শ্রেণির,  লাল বামন তারা (red dwarf star) ১৯১৫ খ্রিষ্টাব্দে দক্ষিণ আফ্রিকার ইউনিয়ন অবজারেভটরি (Union Observatory)-এর ডিরেক্টর স্কটিশ জ্যোতির্বিজ্ঞানী রবার্ট ইন্নেস (Robert Innes) এই নক্ষত্রকে প্রথম শনাক্ত করেন।

বিষুবাংশ (RA) : ১৪ ঘ ২৯ মি ৪২.৯৪৮৭সে
বিষুবলম্ব
(Dec) : -৬২৪০ মি ৪৬.১৪১ সে

এই নক্ষত্রটি আলফা সেন্টাউরি (Alpha Centauri) নামক ত্রি নাক্ষত্র-পদ্ধতির একটি নক্ষত্র। অপর দুটি নক্ষত্রকে সেন্টাউরি এ এবং সেন্টাউরি বি নামে অভিহিত করা হয়। এই দুটি নক্ষত্র মিলে একটি যে জোড়াতারা পদ্ধতি তৈরি করেছে, তার সাথে প্রোক্সিমা সেন্টাউরি যুক্ত হয়ে আলফা সেন্টাউরি (Alpha Centauri) নামক ত্রি নাক্ষত্র-পদ্ধতির সৃষ্টি করেছে।

সূত্র:
http://www.nasa.gov/content/goddard/hubbles-new-shot-of-proxima-centauri-our-nearest-neighbor/

আলফা সেন্টাউরিকে সৌরজগতের নিকটতম নক্ষত্র-পদ্ধতি হিসেবে বিবেচনা করা হয়। এর ভিতরে জোড়াতারা হিসেবে পরিচিত সেন্টাউরি এ এবং সেন্টাউরি বি থেকে সূর্যের দূরত্ব প্রায় ৪.৩৫ আলোকবর্ষ। পক্ষান্তরে প্রোক্সিমা সেন্টাউরি থেকে সূর্যের দূরত্ব ৪.২২ আলোকবর্ষ। এই কারণে প্রোক্সিমা সেন্টাউরিকে সৌরজগৎ-এর নিকটতম নক্ষত্র হিসেবে বিবেচনা করা হয়।

এর ঔজ্জ্বল্য খুবই কম। এর আপাত ঔজ্জ্বল্য ১১.০৫। এই কারণে খালি চোখে এই নক্ষত্রটিকে দেখা যায় না। বলাই বাহুল্য এর সকল ছবি তোলা হয়েছে টেলিস্কোপের সাহায্যে। 

এই নক্ষত্রটি আকারে সূর্যের চেয়ে প্রায় ৭গুণ ছোটো। এর ভর ০.১২৩± ০.০০০৬। ব্যাস ০.১৪১± ০.০০৭। উপরিতলের মাধ্যাকর্ষণ ৫.২০ সিজিএস। নক্ষত্রটি নিজ কক্ষের উপর ৮৩.৫ পার্থিব দিনে আবর্তিত হয়। এর উপরিতলের তাপমাত্রা ৩,০৪২ কেলভিন।


সূত্র :
তারা পরিচিত। মোহাম্মদ আব্দুল জব্বার। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশান। ফেব্রুয়ারি ১৯৯৪
http://en.wikipedia.org/wiki/Proxima_Centauri
contemporary Astronomy/ Jay M. Pasachoff 2nd edition
http://heasarc.nasa.gov/docs/cosmic/nearest_star_info.html