এই থাকের সকল প্রজাতি নিজেরা খাদ্য প্রস্তুত করতে পারতো। এই থাক থেকে পর্বর্তী সময়ে উদ্ভব
হয়েছিল লোহিত শৈবাল, সবুজ শৈবাল এবং স্থলজ উদ্ভিদসমূহ।আর্কিপ্লাস্টিডা'র
আবরি্ভাব কাল ১৫৫ - ১১০ কোটি খ্রিষ্টপূর্বাব্দ।
১৫৫-১৫০ কোটি খ্রিষ্টপূর্বাব্দে আবির্ভুত আর্কিপ্লাস্টিডা থেকে পরবর্তী সময়ে উদ্ভব
হয়েছিল নানা ধরনের শৈবাল এবং স্থলজ উদ্ভিদ। বিজ্ঞানীরা এই থাককে
৩টি থাকে ভাগ
করেছেন। এই থাকগুলো হলো-
রোডোফাইটা
পর্ব: এই বিভাগ থেকে উৎপন্ন হয়েছিল শৈবাল পর্বের জীব।
গ্লায়ুকোফাইটা পর্ব: এই বিভাগ থেকে মিষ্টি পানির অতিক্ষুদ্র শৈবালের
সৃষ্টি হয়েছিল।