লারি
Lari

প্রাণীজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি উপবর্গ বিশেষ।  ১৮৯১ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Richard Bowdler Sharpe

ক্রমবিবর্তনের ধারা
এভিস (পক্ষী) শ্রেণির অন্তর্গত কারাড্রায়িফোর্মেস বর্গের উদ্ভব হয়েছিল ৬.৯ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে। আর ৩.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের থেকে এই উপবর্গের উদ্ভব হয়েছিল। এই উপবর্গের প্রজাতিসমূহ বিভাজিত হয়ে গিয়েছিল।