পাস্সেরি
Passeri

প্রাণিজগতের এভিস
(পক্ষী) শ্রেণির একটি বর্গ বিশেষ।  ১৭৫৮ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Linnaeus

৫.২৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে এই উপবর্গের পক্ষীকূলের উদ্ভব হয়েছিল। এই উপবর্গের অধীনে রয়েছে প্রায় প্রায় ৫০০০ প্রজাতির পাখি। এই উপবর্গের মূল ধারায় রয়েছে প্রায় ১১টি গোত্রের প্রজাতিসমূহ। এগুলো হলো-

এই উপবর্গের পক্ষীকূলের অবশিষ্ট প্রজাতিসমূহকে দুটি ক্ষুদ্রবর্গে বিভাজিত করা হয়েছে। এগুলো হলো-