পেলেকানিফোরমেস
Pelecaniformes

প্রাণীজগতের এভিস (পক্ষী) শ্রেণির একটি থাক বিশেষ।  ২০১০ খ্রিষ্টাব্দে এই থাকের নামকরণ করেছিলেন Sharpe

ক্রমবিবর্তনের ধারা
৭.৫ কোটি খ্রিষ্টপূর্বাব্দে
নিয়োভেস থাক থেকে ইকুয়োর্লিটোর্নিথেস থাকের উদ্ভব হয়েছিল। . থেকে ৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের ভিতরে শ্রেণিটি ৩টি ভাগে বিভাজিত হয়ে গিয়েছিল। এই ভাগ ৩টি হলো-কারাড্রায়িফোর্মেস বর্গ, আর্ডেয়াই থাক এবং মিরান্ডোর্নিথেস থাক

-৫.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে আর্ডেয়াই  থাকের প্রজাতিসমূহ ৪টি থাকে বিভাজিত হয়ে গিয়েছিল। এই থাকগুলো হলো- গ্যাভিওফোর্মেস, পেলেকানিফোরমেস, অস্ট্রোডাইপ্টোর্নিথেস ও কোকোনিফোর্মেস। এর ভিতরে পেলেকানিফোরমেস থাকের প্রজাতিসমূহের আবির্ভাব ঘটেছিল ৬.৬ কোটি খ্রিষ্টপূর্বাব্দের দিকে।