সূত্র :
-
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।
|
আমেরিকান
গয়ার
American Darter,
Water Turkey
এ্যান্হিঙ্গিহাইডি
গোত্রের
অন্তর্গত
Anhinga
গণের একটি
প্রজাতি বিশেষ।
এদের
ভিতর Anhinga anhinga
anhinga
প্রজাতিটি পাওয়া যায় দক্ষিণ আমেরিকা মহাদেশের অন্দিজ পর্বতমালার পূর্ব দিকে,
ত্রিনিদাদ এবং টোব্যাগো-তে। পক্ষান্তরে
anhinga anhinga leucogaster
পাওয়া যায় মার্কিন যুক্তরাষ্ট্র,
ম্যাক্সিকো, কিউবা এবং গ্রেনাডাতে। এই পাখি উত্তর মেরু অঞ্চলে একেবারেই পাওয়া যায়
না। তবে শীতকালে এরা বিষুব অঞ্চলে চলে আসে।
এদের দেহের দৈর্ঘ্য ৮৯ সেন্টিমিটার (৩৫ ইঞ্চি)। এদের পাখার বিস্তার ১১৭ সেন্টিমিটার (৪৬ ইঞ্চি)। এদের ওজন হয়ে থেকে সর্বোচ্চ ১.৩৫ কেজি (৩ পাউন্ড)। উভয় প্রজাতির ভিতরে Anhinga anhinga anhinga আকারে বেশ বড়। ফলে এদের ওজনও একটু বেশি হয়ে থাকে। এদের ঠোঁটের রঙ হলুদ।
এদের পেটের ও পাশের পালক বেশ কালো। তবে পাখার উপরিভাগ ধূসর। এদের আছে মাছ ধরার উপযোগী লম্বা গলা। অনেক সময় পানির উপর শুধু মাথা তুলে সাপের মতো সাঁতার কাটে। এরা পানির গভীরে ডুব দিয়ে মাছ এবং উভচর প্রাণী শিকার করে। এক্ষেত্রে এরা দীর্ঘ সময় পানির নিচে থাকতে পারে।
এরা তিন থকে ৬টি ডিম পাড়ে। পালাক্রমে স্ত্রী-পুরুষ পাখি ডিমে তা দেয় এবং ফোটে চব্বিশ-পঁচিশ দিনে।
সূত্র :
পশ্চিম বাংলার পাখি । প্রণবেশ সান্যাল, বিশ্বজিৎ রায়চৌধুরী। আনন্দ পাবলিশার্স লিমিটেড মে ১৯৯৭।