সর্বহারা
কাজী নজরুল ইসলাম
 

বেঙ্গল লাইব্রেরির তালিকা অনুসারে সর্বহারা নামক কবিতা ও গানের সংকলন প্রকাশিত হয়েছিল ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর মাসে (সোমবার, ৮ কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ)। প্রকাশক ব্রজবিহারী বর্মণ রায়, বর্মণ পাবলিশিং হাউস, ১০৩ কর্নওয়ালিশ স্ট্রিট, কলিকাতা। মুদ্রাকর: শশীভূষণ পাল, মেটকাফ প্রেস, ১৫ নয়নচাঁদ দত্ত স্ট্রিট, কলিকাতা। পৃষ্ঠা সংখ্যা ২+৬৪। মূল্য এক টাকা ছয় আনা। এই সংস্করণের অন্তর্ভুক্ত কবিতা ও গান ছিল টি।


সূচিপত্র
  1. সাম্যবাদী। ১৯২৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে গ্রন্থটি পুস্তিকাকের প্রকাশিত হয়েছিল। প্রকাশক মৌলভী শামসুদ্দীন হুসেন, বেঙ্গল পাবলিশিং হোম, ৫ নূর মহম্মদ লেন, কলিকাতা। ১৫ নম্বর নয়ান চাঁদ [দত্ত] স্ট্রিট, কলিকাতা, মেটকাফ প্রেসে শ্রীমণিভূষণ মুখার্জী কর্তৃক মুদ্রিত।

    উল্লেখ্য, ১৩৩২ বঙ্গাব্দের ১ পৌষ (বুধবার, ১৬ ডিসেম্বর ১৯২৫ খ্রিষ্টাব্দ), 'শ্রমিক-প্রজা-স্বরাজ-সম্প্রদায়ের মুখপত্র' হিসেবে 'লাঙল' নামক একটি সাপ্তাহিক প্রত্রিকা প্রকাশ শুরু হয়। এর প্রথম খণ্ড। বিশেষ সংখ্যায় (প্রথম সংখ্যা) 'সাম্যবাদী' কবিতাগুচ্ছ প্রকাশিত হয়েছিল। পৃষ্ঠা: ৫-১০। পরে এসব কবিতার সংকলন হিসেবে 'সাম্যবাদী' গ্রন্থটি প্রকাশিত হয়েছিল।
    ১৯২৬ খ্রিষ্টাব্দের ২৫ অক্টোবর মাসে (সোমবার, ৮ কার্তিক ১৩৩৩ বঙ্গাব্দ), প্রকাশিত সর্বহারা কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়েছিল।
  2. ফরিয়াদ [হুগলি ৭ আশ্বিন, ১৩৩২]
  3. আমার কৈফিয়ৎ [বিজলী আশ্বিন ১৩৩২]
  4. গোকুল নাগ [হুগলি ৩০শে কার্তিক ১৩৩২ ]
  5. কৃষাণের গান [হুগলি অগ্রহায়ণ, ১৩৩২]
  6. শ্রমিকের গান [কৃষ্ণনগর, ২০শে মাঘ, ১৩৩২]
  7. ধীবরদের গান [কৃষ্ণনগর ২৪ ফাল্গুন, ১৩৩২]
  8. সর্বহারা [লাঙল অফিস, কলিকাতা ২৪শে চৈত্র ১৩৩২। সওগাত 'আশ্বিন ১৩৩৩' সংখ্যা]
  9. ছাত্রদলের গান [কৃষ্ণনগর ৫ জ্যৈষ্ঠ ১৩৩৩ ]
  10. কাণ্ডারী হুঁশিয়ার [কৃষ্ণনগর ৬ জ্যৈষ্ঠ ১৩৩৩]
  11. উৎসর্গ [মা (বিরজাসুন্দরী দেবী)-র শ্রীচরণারবিন্দে] [৩৭ হ্যারিসন রোড,
    কলিকাতা, ১৬ ভাদ্র ১৩৩৩ ]
  12. প্রার্থনা [কবিতাটি প্রথম সর্বহারা গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল]