বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আধখানা চাঁদ হাসিছে আকাশে
 
রাগ: বেহাগ মিশ্র। তাল: দাদ্‌রা।
আধখানা চাঁদ হাসিছে আকাশে
            আধখানা চাঁদ নীচে
            প্রিয়া তব মুখে ঝলকিছে
গগনে জ্বলিছে অগণন তারা
            দু'টি তারা ধরণীতে
            প্রিয়া তব চোখে চমকিছে॥
তড়িৎ-লতার ছিঁড়িয়া আধেকখানি
জড়িত তোমার জরীণ ফিতায় রানী!
অঝোরে ঝরিছে নীল নভে বারি
            দুইটি বিন্দু তারি
           প্রিয়া তব আঁখি বরষিছে॥
মধুর কণ্ঠে বিহগ বিলাপ গাহে,
গান ভুলি' তা'রা তব অঙ্গনে চাহে,
তাহারও অধিক সুমধুর সুর তব
           চুড়ি কঙ্কণে ঝনকিছে॥

পাঠভেদ আছে।
            কত ফুল ফোটে ঝরে উপবনে,
            তারি মাঝে আছে ফুটি
            তোমার অধরে গোলাপ-পাপড়ি দুটি।        গানের মালা, ১৯ সংখ্যক গান।
                                                                  [নজরুল-রচনাবলী। ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী,
                                                                  ১২ ভাদ্র ১৪১৪, ২৭ আগস্ট, ২০০৭]