বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম : ওরে আমার চটি আমার ঠনঠনিয়ার চটি
 
         ওরে আমার চটি
         আমার ঠনঠনিয়ার চটি
          যাত্রা শুনতে কাহার সাথে গেলি তুই পালটি॥ 
মোর    শ্রীচরণ ভরসা গেলি কাহার পায়ে গ’লে
তুই      দু’বছর পায়ে ছিলি তোরে জানতাম সতী ব’লে
তুই      কাহার গোদা চরণ দেখে গেলি শেষে পটি’।
তোরে   নিয়ে গেছেন যিনি তার চটিখানি ফেলে
           এ চটিতো নয় যেন রামচটিতং আছেন বদন মেলে’
                                    সদা আছেন বদন মেলে',
যেন     অষ্টাবক্র বেঁকে হয়ে গিয়েছেন ঠিক আঁশবঁটি
                                     বেঁকে হয়েছেন আঁশবঁটি॥           
চটি কেন তোরে রাখিনিকো বগল-দাবা ক’রে
বুঝি     এতক্ষণ সে ফাটিয়ে তোরে ফেলেছে পা’ভরে
            শেষে আস্তাকুঁড়ে দেছে ফেলে সে যে হয়তো চটিমটি’॥
আমি      ভাবি, এ তার পায়ের জুতো না গায়ের নিমা
আমার    চটির পাশে ইনি ঠিক যেন দিদি মা
ওরে       চটি রে তোর দিদি হলেও চলতো মোটামুটি
তুই        চটপটিয়ে আয় চ’লে নয় সত্যি যা’ব চ’টি॥