বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: কে বলে মোর মাকে কালো,
কে বলে মোর মাকে কালো, মা যে আমার জ্যোতিমর্তী।
কোটি চন্দ্র সূর্য তারা নিত্য করে যার আরতি॥
কালো রূপের মায়া দিয়ে
মহামায়া রয় লুকিয়ে,
মায়ের শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥
যোগীন্দ্র যাঁর চরণ-তলে ধ্যান করে রে যাঁর মহিমা,
দু'টি নয়ন-প্রদীপ জ্বেলে খুঁজি সেই অসীমার সীমা।
সাজিয়ে কালী গৌরী মাকে
পূজা করি তমসাকে,
মায়ের শুভ্ররূপ দেখেছে শুভ্র শুচি যার ভকতি॥
- ভাবসন্ধান: এই গানে মাতৃরূপিণী কালীর প্রতি ভক্তি, দর্শন এবং
মাতৃপ্রেমের এক অনবদ্য শৈল্পিক প্রকাশ ঘটেছে। মূলত এই গানের মাধ্যমে কবি
আদ্যাশক্তি মহামায়ার বাহ্যিক কালো রূপের আড়ালে লুকিয়ে থাকা তাঁর
জ্যোতির্ময় সত্তার বন্দনা করেছেন। বাহ্যিক রূপের আড়ালে থাকা শাশ্বত সত্যকে
অনুধাবন করা এবং নির্মল ভক্তির মাধ্যমে সেই জ্যোতির্ময় সত্তার উপলব্ধিই এই
গানের প্রকৃত উপজীব্য বিষয়।
কালীর কালোরূপ দেখে যাঁরা তাঁকে কালো বলেন তাঁদেরকে স্মরণ করিয়ে কবি বলছেন-
মাতৃরূপিণী কালী জ্যোতির্ময়ী বলেই- তাঁকে নিত্য আরতি করে চলেছে কোটি কোটি
চন্দ্র, সূর্য ও তারা। মূলত মহামায়া রূপিণী এই দেবী তাঁর কালো রূপের মায়া
দিয়ে তাঁর জ্যোতির্ময়ী রূপকে লুকিয়ে রেখেছেন। তাঁর প্রকৃত শুভ্র রূপ কেবল
তারাই দেখতে পান, যাঁদের ভক্তিতে আছে পবিত্র ও নির্মল নিবেদন। যোগী-ঋষিরা
যাঁর চরণতলে জ্ঞানলোকের সন্ধানে ধ্যানমগ্ন থাকেন, সেই জ্ঞানমগ্ন বিদগ্ধ
দৃষ্টিতে কবি দেবীর অসীম সীমা অন্বষণ করতে চান।
কালো বর্ণের কালী আর এবং উজ্জ্বল শুভ্রবর্ণা গৌরী- উভয় রূপেই দেবী বিরাজ
করেন। কবি দেবীর এই দ্বৈত রূপের আড়ালে লুকিয়ে থাকা দেবীর প্রকৃত
সত্তাকে ভক্তি ভরে পরে পূজা করতে চান। তাই কবির কাছে কালী ও গৌরী উভয় রূপই
পূজ্য।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, টুইন
রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই
সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
-
নজরুল-সংগীত সংগ্রহ
[রশিদুন্ নবী সম্পাদিত। কবি
নজরুল ইন্সটিটিউট।
তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮।
গান
১৩১৮। পৃষ্ঠা ৩৭০]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮।
ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ]। ১২১৮ সংখ্যক গান।
- রেকর্ড টুইন [ডিসেম্বর ১৯৩৫ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২)]। এফটি ৪১৭২। শিল্পী
দেবেন বিশ্বাস
- স্বরলিপি ও স্বরলিপিকার:
আহসান মুর্শেদ। [নজরুল
সঙ্গীত স্বরলিপি ছেচল্লিশতম খণ্ড। কবি নজরুল ইন্সটিটিউট। [ফাল্গুন
১৪২৫/ফেব্রুয়ারি ২০১৯] পৃষ্ঠা: ৩৪-৩৬। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম। শাক্ত। শ্যামা ভক্তি
- সুরাঙ্গ: রামপ্রসাদী
- তাল:
তেওরা
- গ্রহস্বর: নসা