বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: (সে) ধীরে ধীরে আসি
রাগ: দেশি টোড়ি, তাল: ত্রিতাল
(সে) ধীরে ধীরে আসি-
(সে) আধো ঘুমে বাজাল বাঁশি।
(সে) ফুল-রাখি দিল বাঁধি হাসি॥
জাগিয়া নিশি-ভোরে
না হেরি বাঁশির কিশোরে,
(সে) চাঁদ-তরী বেয়ে গেল ভাসি॥