বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: হয়তো তোমার পাব দেখা
হয়তো তোমার পাব দেখা,
যেখানে ঐ নত আকাশ চুমছে বনের সবুজ রেখা॥ ঐ সুদূরের গাঁয়ের মাঠে,
আলোর পথে, বিজন ঘাটে ;
হয়তো এসে মুচকি হেসে
ধরবে আমার হাতটি একা॥ ঐ নীলের ঐ গহন-পারে ঘোমটা-হারা তোমার চাওয়া,
আনলে খবর গোপন-দূতী দিক-পারের ঐ দখিন হাওয়া।। বনের ফাঁকে দুষ্টু তুমি,
আস্তে যাবে নয়না চুমি,
সেই সে কথা লিখছে হেথা
দিগ্বলয়ের অরুণ-লেখা॥