বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: জাগো অমৃত-পিয়াসি চিত

রাগ: হেমকল্যাণ, তাল: ঝাঁপতাল

জাগো অমৃত-পিয়াসি চিত
                        আত্মা অনিরুদ্ধ
                        কল্যাণ প্রবুদ্ধ।
জাগো শুভ্র জ্ঞান পরম
নব প্রভাত পুষ্প সম
                        আলোক-স্নান-শুদ্ধ॥
সকল পাপ কলুষ তাপ দুঃখ গ্লানি ভোলো
পুণ্য প্রাণ-দীপ-শিখা স্বর্গ পানে তোলো।
বাহিরে আলো ডাকিছে জাগো তিমির কারারুদ্ধ॥
                ফুলের সম আলোর সম
                ফুটিয়া ওঠ হৃদয় মম
রূপ রস গন্ধে অনায়াস আনন্দে জাগো মায়া-বিমুগ্ধ॥