বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম : খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব
রাগ: কাফি, তাল: কাহার্‌বা
খুশি লয়ে খুশরোজের আয় খেয়ালি খুশ্-নসীব।
জ্বাল্ দেয়ালি শবেরাতের জ্বাল রে তাজা প্রাণ-প্রদীপ ॥
              আন্ নয়া দীনী ফরমান
              দরাজ দিলের দৃপ্ত গান,
প্রাণ পেয়ে আজ গোরস্থান তোর ডাকে জাগুক নকীব॥
আন্ মহিমা হজরতের শক্তি আন্ শেরে খোদার,
কুরবানী আন্ কারবালার আন্ রহম মা ফাতেমার,
আন্ উমরের শৌর্য বল সিদ্দিকের আন্ সাচ্চা মন,
হাসান হোসনের সে ত্যাগ শহীদানের মৃত্যুপণ,
রোজ হাসরে করবেন পার মেহেরবান খোদার হাবিব॥
খোৎবা পড়বি মসজিদে তুই খতিব নূতন ভাষায়,
শুষ্ক মালঞ্চের বুকে ফুল ফুটাবি ভোর হাওয়ায়,
এস্‌মে-আজম এনে মৃত মুসলিমে তুই কর সজীব॥