বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম

                রাগ: পিলু-খাম্বাজ, তাল: কাহার্‌বা

           আজ নিশীথে অভিসার তোমারি পথে প্রিয়তম।
           বনের পারে নিরালায় দিও হে দেখা নিরুপম॥
           সুদূর নদীর ধারে নিরালাতে বালুচরে
           চখার তরে যথা একা চখি কেঁদে মরে
           সেথা সহসা আসিও গোপন প্রিয় স্বপন সম॥
           তোমারি আশায় ঘুরি শত গ্রহে শত লোকে,
(ওগো)  আমারি বিরহ জাগে বিরহী চাঁদের চোখে,
           আকুল পাথার নিরাশার পারায়ে এসো প্রাণে মম॥