বিষয়: নজরুল সঙ্গীত।
শিরোনাম: বিকাল বেলার ভুঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
বিকাল বেলার ভূঁইচাঁপা গো সকাল বেলার যুঁই
কারে কোথায় দেব আঁচল তাই ভাবি নিতুই॥
ফুলদানিতে রাখব কারে, কারে বা দিই কণ্ঠ-হারে
কা'রে যেন দেব দেবতারে কারে বুকে থুই॥
সমান অভিমানী ওরা সমান সুকোমল
চাঁপা আমার চোখের আলো, যুঁই চোখের জল।
বর্ষা-মুখর শ্রাবণ-প্রাতে, তাঁরি আমি রুধির সাথী
চাঁপায় চাহি চৈতী-রাতে, প্রিয় আমার দুই॥