বিষয়: নজরুল সঙ্গীত
শিরোনাম: (মা) ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
              তাল: দাদ্‌রা

(মা)   ওমা তোর ভুবনে জ্বলে এত আলো
        আমি কেন অন্ধ মাগো দেখি শুধু কালো॥
  মা   সর্বলোকে শক্তি ফিরিস নাচি
        ওমা আমি কেন পঙ্গু হয়ে আছি
        ওমা ছেলে কেন মন্দ হল জননী যার ভালো॥
        তুই নিত্য মহা প্রসাদ বিলাস কৃপার দুয়ার খুলি
        চির শূন্য রইল কেন আমার ভিক্ষা ঝুলি।
        বিন্দু বারি পেলাম না মা সিন্ধুজলে রয়ে
  মা   ও তোর চোখের কাছে পড়ে আছি চোখের বালি হয়ে
        মোর জীবন্মুত এই দেহে মা চিতার আগুন জ্বালো॥