ভাষাংশ
রবীন্দ্রনাথ ঠাকুর -এর রচনাবলী
রচনাবলী সূচি


কথা ও কাহিনী

    ১৩০৬ বঙ্গাব্দের মাঘ মাসে, 'কথা' নামক কাব্যগ্রন্থ প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল। ১৩১০ বঙ্গাব্দে মোহিতচন্দ্র সেন-এর সম্পাদনায় কথার কবিতাগুলো দুই অংশে প্রকাশিত হয়। এর প্রথমাংশের নাম ছিল 'কথা' আর দ্বিতীয়াংশের নাম ছিল 'কাহিনী'। পরে এই দুই অংশ একত্রিত করে 'কথা ও কাহিনী' নামে নতুন পুস্তক প্রকাশ করে ইন্ডিয়ান পাবলিশিং হাউস। আমাদের ডিজিটাল সংস্করণের এই পাঠ নেওয়া হয়েছে বিশ্বভারতী কর্তৃক প্রকাশিত রবীন্দ্ররচনাবলী'র সপ্তম খণ্ড (শ্রাবণ ১৯৩) থেকে।

 

 

কথা কাহিনী