শ্রবণ নমুনা

ঝাঁপতাল

উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতির একটি তাল।

মাত্রা সংখ্যা ১০।

ছন্দোবিভাজন ২।৩।২।৩।
বিষমপদী
৩টি তালি ও ১টি ফাঁক
ছে।

এই তালটি ধ্রুপদ এবং খ
য়াল- উভয় প্রকার গানেই ব্যবহৃত হয়ে থাকে। ঝাঁপতালে নিবদ্ধ ধ্রুপদকে সাদ্রা বলে।

 

+                         

   

 

 

         

ধি

না

ধি

ধি

না

তি না ধি ধি না

 

 ৪

    ১০

নজরুল সঙ্গীতে ঝাঁপতালে নিবদ্ধ গানের তালিকা

১. জাগো অরুণ-ভৈরব জাগো হে [গান-১৪০০] [তথ্য]

 


সূত্র :