শ্রবণ নমুনা
|
উত্তর
ভারতীয় সঙ্গীত
পদ্ধতির একটি তাল।
মাত্রা সংখ্যা ১০।
ছন্দোবিভাজন ২।৩।২।৩।
বিষমপদী
৩টি তালি ও ১টি ফাঁক
আছে।
এই তালটি ধ্রুপদ এবং খেয়াল-
উভয় প্রকার গানেই
ব্যবহৃত হয়ে থাকে। ঝাঁপতালে নিবদ্ধ ধ্রুপদকে সাদ্রা বলে।
+ | ||||||||||||
১ |
২ |
|
|
০ | ৩ | |||||||
ধি |
না |
। |
ধি |
ধি |
না |
। | তি | না | । | ধি | ধি | না |
১ |
২ |
|
৩ |
৪ |
৫ |
৬ | ৭ | ৮ | ৯ | ১০ |
নজরুল সঙ্গীতে ঝাঁপতালে নিবদ্ধ গানের তালিকা
১. জাগো অরুণ-ভৈরব জাগো হে [গান-১৪০০] [তথ্য]
সূত্র :
নবরাগ (নজরুল সঙ্গীত স্বরলিপি) [নজরুল ইন্সটিটিউট, সেপ্টেম্বর ২০০৫] ১০ সংখ্যক গান। পৃষ্ঠা: ২৩-২৫।
ভারতীয় সঙ্গীতকোষ। শ্রীবিমলাকান্ত রায়চৌধুরী। কথাশিল্প প্রকাশ। বৈশাখ ১৩৭২।
তবলা শিক্ষা। বি.বটব্যাল।
তবলা বিজ্ঞান। মোঃ কামরুজ্জামান (মনি)। জুন ১৯৯১