জিলফ
সমনাম: ঝিলফ্
উত্তর ভারতীয় সঙ্গীত পদ্ধতিতে রাগ  বিশেষ। কথিত আছে এই রাগটি হযরত আমির খসরু সৃষ্টি করেছিলেন। এই রাগটি দুটি ঠাটে পাওয়া যায়। এর একটি ভৈরব ঠাটের, অপরটি আশাবরী ঠাটের অন্তর্গত।

ভৈরব ঠাটের জিলফ আশাবরী ঠাটের জিলফ।
তথ্যসূত্র: