রাহু

হিন্দু পৌরাণিক কাহিনি মতে রাহু দানব বিশেষ দানব বিপ্রচিত্তির ঔরসে ও সিংহিকার গর্ভে এঁর জন্ম হয়

উল্লেখ্য
, সমুদ্রমন্থন শেষে উত্থিত অমৃত দানবদের বঞ্চিত করে দেবতারা পান  করেছিল রাহু ছদ্মবেশে অমৃত পান করার সময়,  চন্দ্র  ও সূর্য তা দেখে ফেলেন এবং দেবতাদের তা জানিয়ে দেন। এরপর বিষ্ণু সুদর্শন চক্র দিয়ে রাহুর মস্তক কেটে ফেলেন। রাহুর মস্তক আকাশে উঠে গর্জন করতে থাকে, কিন্তু দেহাংশ ভূপৃষ্ঠে পতিত হয়।  অমৃতলাভের ফলে তার মস্তকাংশ অমরত্ব লাভ করেছি। এই কারণে, চন্দ্র ও সূর্য রাহুর চিরশত্রুতে পরিণত হন। এই কারণে মাঝে মাঝে রাহু চন্দ্র ও সূর্যকে গ্রাস করা করার চেষ্টা করেন। হিন্দু মতে- এইভাবে সূর্য ও চন্দ্র গ্রহণের ব্যাখ্যা প্রদান করা হয়েছে।

        [সূত্র: মহাভারত। আদি পর্ব। অষ্টাদশ-ঊনবিংশ অধ্যায়]

 

এর অপরাপর নাম : অকায়, অভ্রপিচাশ, অভ্রপিচাশক