অংশগ্রহণ
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+গ্+র্+অ+হ্+অ+ণ্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃog.gro.ɦon
(অঙ্.শোগ্.গ্রো.হোন্)
শব্দ-উৎস:
সংস্কৃত অংশঃ-
অংশ+সংস্কৃত
গ্রহণ>বাংলা
গ্রহণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ
দ্বারা
গ্রহণ/
তৃতীয়া তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা
{দলগত কার্যক্রম |
মনুষ্য কার্যকলাপ |
বিশেষ ঘটনা |
মনস্তাত্ত্বিক ঘটনা |
বিমূর্তন |
বিমূর্ত সত্তা |
সত্তা |
}
অর্থ :
একটি দলের
কার্যক্রমে অংশভাগী বা সম্পৃক্ত হওয়া।
সমার্থক শব্দাবলি: অংশগ্রহণ, অংশে বিজড়িত হওয়া।
উদাহরণ: যে
অন্ত্যজ সেও একপাশে বসে আনন্দের অংশগ্রহণ করেছে। রাশিয়ার চিঠি পরিশিষ্ট/রবীন্দ্রনাথ।
ইংরেজি: engagement, participation,
involvement, involution
- অংশগ্রহণ
√
কর্
সংযোগ-মূলক ধাতু =অংশগ্রহণ
√
কর্
।
ক্রিয়াপদ গঠনে এই ধাতুর ক্রিয়ামূল অংশ
√
কর্
কাল , পুরুষ, সাধু/চলিত অনুসারে
পরিবর্তিত হয়। যেমন ― অংশগ্রহণ করি,
অংশগ্রহণ কর্,
অংশগ্রহণ করিস
ইত্যাদি। কোন কাজের অংশ বিশেষ করা (সম্পৃক্ত হওয়া,
দায়িত্ব নেওয়া) অর্থে এই ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহৃত হয়। যেমন
তিনি স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।
- অংশগ্রহণ
√
করা
সংযোগ-মূলক প্রযোজক ধাতু।
ক্রিয়াপদ গঠনে এই ধাতুর ক্রিয়ামূল অংশ কাল, পুরুষ, সাধু/চলিত অনুসারে পরিবর্তিত হয়। কোন কাজের অংশ বিশেষ করানো (সম্পৃক্ত করানো, দায়িত্ব সম্পন্ন করানো) অর্থে এই ধাতুজাত ক্রিয়াপদ ব্যবহৃত হয়। যেমন― আমি মেয়েটিকে সাঁতারে অংশগ্রহণ করাচ্ছি।