অংশগ্রহণ
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+গ্+র্+অ+হ্+অ+ণ্+অ।
উচ্চারণ:
ɔŋ.ʃog.gro.ɦon (অঙ্‌.শোগ্‌.গ্রো.হোন্)
শব্দ-উৎস: সংস্কৃত অংশঃ- অংশ+সংস্কৃত গ্রহণ>বাংলা গ্রহণ।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ: অংশ দ্বারা গ্রহণ/ তৃতীয়া তৎপুরুষ সমাস
পদ:
বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {দলগত কার্যক্রম | মনুষ্য কার্যকলাপ | বিশেষ ঘটনা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ : একটি দলের কার্যক্রমে অংশভাগী বা সম্পৃক্ত হওয়া।
সমার্থক শব্দাবলি: অংশগ্রহণ, অংশে বিজড়িত হওয়া।
উদাহরণ: যে অন্ত্যজ সেও একপাশে বসে আনন্দের অংশগ্রহণ করেছে। রাশিয়ার চিঠি পরিশিষ্ট/রবীন্দ্রনাথ।
ইংরেজি:
engagement, participation, involvement, involution