অংশত্ব
বানান বিশ্লেষণ: অ+ং+শ্+অ+ত্+ত্+অ
উচ্চারণ:
ɔŋ.ʃot̪.t̪o
(অঙ্.শোত্.তো)
শব্দ-উৎস:
সংস্কৃত
অংশত্ব>
বাংলা
অংশত্ব।
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
অংশ
+ত্ব
পদ : বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা { |
সম্পর্ক
| বিমূর্তন
|
বিমূর্ত-সত্তা |
সত্তা }
অর্থ:
কোনো মূল সত্তার অংশবিশেষ।
সমার্থক শব্দাবলি:
অংশবিশেষ,
অংশাংশ,
অংস,
অল্প একটু, খণ্ডাংশ,
একাংশ,
খণ্ডিতাংশ,
কলা,
খণ্ড,
টুকরা
টুকরো,
ভাগ,
ভাগের ভাগ।
উদাহরণ : ভক্তও ঈশ্বরের অংশত্ব
পাইয়াছে। [বিবিধ প্রবন্ধ। গৌরদাস বাবাজির ভিক্ষার ঝুলি।
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ১৮৯২]
ইংরেজি:
in part, partly
সূত্র :
- চলন্তিকা। রাজশেখর বসু। এমসি সরকার অ্যান্ড সন্স প্রাইভেট লিঃ।
১৪০৮।
- বাংলা একাডেমী ব্যবহারিক বাংলা অভিধান। মার্চ ২০০৫।