অর্থ
বানান বিশ্লেষণ:অ+র্+থ্+অ
উচ্চারণ:
ɔrt̪.t̪ʰo [অর্‌ত্.থো]
শব্দ-উৎস: সংস্কৃত অর্থ> বাংলা অর্থ
রূপতাত্ত্বিক বিশ্লেষণ:
পদ: বিশেষ্য ১.২.  ঊর্ধ্বক্রমবাচক শব্দ {| অর্থ | ধনসম্পদ | সম্পত্তি | অধিকার | সম্পর্ক | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা |
যৌগিক শব্দাবলি: ১.২.হিন্দু ধর্ম মতে- চতুবর্গের  (ধর্ম, অর্থ, মোক্ষ ও কাম) দ্বিতীয় বর্গ হলো অর্থ। এর ভিতর ধর্ম, অর্থ ও কামকে একত্রে বলা হয়-ত্রিবর্গ। এখানে অর্থ সম্পদ অর্থে নির্দেশিত হয়।

অর্থ: ২.
অর্থি { অর্থ (বিবেচনা করা) + ই (ণিচ)} ভাববাচ্য
পদ: বিশেষ্য
ঊর্ধ্বক্রমবাচকতা {। অর্থ | আকাঙ্ক্ষা | অভিজ্ঞা | মনস্তাত্ত্বিক ঘটনা | বিমূর্তন | বিমূর্ত সত্তা | সত্তা | }

অর্থ: ২.১ মানুষের ইচ্ছায় বা প্রয়োজনে যে ফললাভ হয় বা ফললাভের আকাঙ্ক্ষাকে পোষণ করে, সেটা জীবনের একটি বিশেষ মানকে  ধারণ করে। এই মান প্রচলিত মুদ্রা মানের দ্বারা নির্ধারিত হয় না।
  • সমার্থক শব্দাবলী: যাচন, প্রার্থনা, অভিলাষ, ইচ্ছা, আকাঙ্ক্ষা কামনা। যেমন- সিদ্ধার্থ [ যে ইচ্ছা সিদ্ধ (পূরণ) হয়েছে অর্থ (প্রার্থনা)]।
    • অধঃক্রমবাচক: দারিদ্র্যজনিত প্রার্থনা, ভক্তিপূর্ণ প্রার্থনা
    • অংশবাচক: আশা, কামনা, অভিলাষ, চাহিদা, উদ্দেশ্য
    • সমগ্রবাচক: মানবিক আকাঙ্ক্ষা, মানসিক অবস্থা, মনস্তাত্ত্বিক ঘটনা, পুরুষার্থ (হিন্দু দর্শনের চার লক্ষ্য: ধর্ম, অর্থ, কাম, মোক্ষ) কখনও কখনও এখানে অর্থ = কামনা/লাভ।
  • বিপরীতার্থক: অনর্থ
অর্থে: ২.২ নিরূপিত মান। যৌগিক শব্দাবলি:

সূত্র: